কুড়িগ্রামে একই জমিতে বছরে তিনবার ধান চাষ
কুড়িগ্রামে একই জমিতে বছরে তিনবার ধান আবাদ করছেন কৃষক। বোরো ও আমনের মধ্যবর্তী সময়ে প্রায় তিন মাস পড়ে থাকা পতিত জমিতে দেশী পারিজা ধান চাষ করে অল্প খরচে অধিক লাভবান হচ্ছেন তারা । একটি বেসরকারি সংস্থা ৪১৩ জন কৃষককে ১০ কেজি বীজ সরবরাহ করে। জমিতে চারা লাগানোর ৯০ দিনের মধ্যেই শুরু হয়েছে ধান কাটা। এবার প্রতি বিঘা জমিতে ১৩ মণ করে পারিজা ধান উত্পাদন হয়েছে বলে কৃষক জানান। বেলগাছা ইউনিয়নের কৃষক বিমল চন্দ্র জানান, বোরো ও আমন আবাদের মধ্যবর্তী সময়ে পারিজা ধান চাষ করেছি। এতে বোরো আবাদের খরচ পুষিয়ে নেয়া সম্ভব হয়েছে। একই এলাকার কৃষক মমিনুল ইসলাম জানান, এ বছর প্রতি বিঘা জমি থেকে ১৩ মণ ধান পেয়েছি। এ ধান আবাদে খরচ খুবই কম হওয়ায় লাভবান হয়েছি। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক প্রতীপ কুমার মণ্ডল জানান, জেলায় এ বছর ৫৫০ বিঘা জমিতে পারিজা ধানের চাষ করে আশানুরূপ ফলনও পাওয়া গেছে। এ ধান চাষে উত্সাহী করতে পারলে দেশের কৃষক লাভবান হওয়ার পাশাপাশি খাদ্য ঘাটতি পূরণও সম্ভব হবে বলে তিনি জানান। কৃষি বিভাগ বর্তমানে এ ধান চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।
সূত্রঃ বণিক বার্তা ১৩/০৮/২০১৩