উল্লুক নিয়ে কিছু জানা-অজানা
বাংলা নাম- উল্লুক
ইংরেজি নাম : Hoolock Gibbon
বৈজ্ঞানিক নাম : Hylobats hoolock
বাংলাদেশে বর্তমান অবস্থান : অতি বিপন্ন (CR)
বানরকুলে বা প্রাইমেটের আরেক সদস্য উল্লুক। আমাদের বাংলাদেশের পাহাড়ি বনের উঁচু গাছগুলোতে তাদের বাস । ৩ থেকে ৪ জন সদস্য নিয়ে তার পরিবার বা দল ।
পুরুষ দেখতে কালো শরীর ,ভুরু সাদা । বাদামী- ধূসর শরীর চোখ মুখের চারপাশ সাদা লোমে আবৃত সে স্ত্রী । বাচ্চা জনন ক্ষম্য হবার আগ পর্যন্ত বাদামী ধুসর হয় ,পরে লিঙ্গ অনুসারে শরীরে রঙ পায় । ওদের লেজ নেই । উল্লুক হাত ও পায়ের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে ঝুলে ঝুলে পাড় হয় । মাটিতে নামেনা ।
উল্লুক সপরিবারে ডাকাডাকি করে নিজ অঞ্চল নির্ধারণ করে , যেন তার এলাকায় অন্য দল বা পরিবার না আসে । প্রয়োজনে শত্রুকে ভয় দেখাবার জন্যও উল্লুক চিৎকার করে এবং গাছের ডালপালা নাড়ায় । হয়তো উল্লুকের অন্য শত্রুরা ভয় পেয়ে দূরে চলে যায় । কিন্তু আমরা মানুষেরা ভয় পাইনা । উল্লুক আমাদের ক্ষতি না করলেও আমরা বনকে পায়ে হাটার পথ , রেলপথ , গাছচুরির ওজুহাতে দিনকে দিন খণ্ড বিখণ্ড করে উল্লুকের আবাসকে ঠেলে দিচ্ছি হুমকিতে । বাধাগ্রস্থ হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ।
বাংলাদেশের লাউয়াছড়া, সাতছরি, কাপ্তাইসহ উচু গাছ আছে এমন কিছু পাহাড়ি বনে কিছু উল্লুক পরিবার এখনও কোনমতে টিকে আছে ।
হুমকি – আবাস ধ্বংস,খাদ্যের অভাব এবং শিকার ।
লেখা – ঋজু আজম
ছবি- ইন্টারনেট