অসাধারণ এক পর্বতারোহী Mountain goat বা শৈল ছাগল
এই ছাগলের পাহাড়ে পর্বতে চরে বেড়ানোর দক্ষতা দেখলে পৃথিবীর যেকোন পর্বতারোহীর হিংসে হবার কথা। সাধারণ মানুষ ভরকে যাবেন খাড়া পর্বতের পাথুরে দেয়ালে দ্রুতগতিতে এদের চলাফেরা দেখলে। এদের খুর গুলি খুবই শক্ত হয়ে থাকে যা দিয়ে তারা পাহাড়ের দুর্গম থেকে দুর্গম জায়গায় চলাফেরা করতে পারে এবং লুকিয়ে থাকতে পারে। এই দক্ষতা এদেরকে শিকারী প্রানীর হাত থেকে বেচে থাকতে সাহায্য করে।
উত্তর আমেরিকার রকি মাউন্টেইন পর্বতমালায় এরা খুব ভালভাবে বুনো অবস্থায় টিকে আছে।
মাইন রানা
ছবিঃ ইন্টারনেট