ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(আইইউটি) আয়োজন করলো ‘সেনোভেশন ২০১৫’

গত ২৯ আগস্ট,২০১৫ শনিবার ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসে  টানা তৃতীয়বারের মত অনুষ্ঠিত হয়ে গেল  সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘সেনোভেশন ২০১৫’। সেনোভেশন( Cennovation)  বলতে বুঝায়  ‘Civil and Environmental Innovation’ অর্থাৎ নগর এবং পরিবেশগত উদ্ভাবন।

DSC_0009

এবারের সেনোভেশনকে সফল করতে টেকসই বাংলাদেশ নির্মাণের গুরুত্ব উপলব্ধির বার্তা নিয়ে পৃষ্ঠপোষক হিসেবে সহায়তা করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

সেনোভেশনের অন্যতম মূল লক্ষ্য ছিল প্রকৌশলবিদ্যার সকল শিক্ষার্থীকে এক ছাদের নিচে আনা যাতে তারা নগর, পরিবেশ এবং স্থাপত্যবিদ্যায় তাদের উদ্ভাবনী শক্তিকে  প্রকাশ করতে পারে, সকলের মাঝে ছড়িয়ে দিতে পারে। এই বছর দেশজুড়ে অংশগ্রহনকারীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। যার প্রমানস্বরূপ, ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭০০এর বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতার বিভাগগুলো ছিল- মেকানিক্স অলিম্পিয়াড, পোস্টার প্রদর্শনী, প্রজেক্ট প্রদর্শনী, কেস স্টাডি অ্যানালাইসিস, সিএডি(CAD) কন্টেস্ট, পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।

DSC_0032

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডঃ শামিম জে. বসুনিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ এম. ইমতিয়াজ হোসাইন।

DSC_0007

মেকানিক্স অলিম্পিয়াডে ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পোস্টার প্রদর্শনীতে ১ম স্থান ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২য় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩য় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রজেক্ট প্রদর্শনীতে ১ম এবং ২য় ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৩য় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কেস স্টাডি অ্যানালাইসিস এ ১ম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ২য় ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিএডি(CAD) কন্টেস্ট এ ১ম ও ২য় দুটি স্থানই দখল করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ২য় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ১ম ও ২য় পুরষ্কার বাগিয়ে নেয় ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।cennovation 2015

সমাপনী এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকরন করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী এম.এ. আউয়াল। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics