বিশ্ব পরিবেশ দিবস – এই এলো বলে !

ফারজানা হালিম নির্জন 

“Raise Your Voice Not The Sea Level!” কন্ঠ তোলো উপরে,সমুদ্রের উচ্চতা নয়! -চমৎকার এই আহ্বানটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে। ইন্টারনেট,পোস্টার,বিলবোর্ড সব জায়গায় এই একটি বাক্য এখন সবার নজরবন্দী। সাথে চমকপ্রদ সব ছবি। ভিডিও বার্তায় আকর্ষণীয় করে ফুঁটিয়ে তোলা এই আহ্বানটি আরো নজর কেড়েছে বিশ্ববাসীর। হই হই রই রই ,কেমন যেন একটি উৎসবমুখর পরিবেশ গোটা বিশ্ব জুড়েই। উৎসবমুখর পরিবেশ তো হবেই,কারণ আগামীকাল যে বিশ্ব পরিবেশ দিবস!   env

প্রতিবছর ভিন্ন আঙ্গিকে হাজির হয় এই দিনটি, ৫ই জুন। নতুন নতুন সাজ-পোশাকে তৈরী হয়ে বিশ্ব-বাসীর জন্য উপহার-স্বরূপ হাজির হয় এই দিনটি। সঙ্গে করে নিয়ে আসে নিত্য নতুন বার্তা।  যেমন, Think.Eat.Save। কিংবা Green Economy: Does it include you? অথবা Plan for the Planet!  প্রতিটি বার্তার ভেতরে লুকোনো থাকে কোনো না কোন গোপন বার্তা। রহস্য-রহস্য খেলা খেলবার পর, উন্মোচিত হয় সেই বার্তাটি। পৃথিবীর সকল মানুষের মন ছুঁয়ে যায় সেই আহ্বান,হৃদয়ে নাড়া দিয়ে যায় চিরচেনা সত্য কথাটি। সচেতন হয়ে নতুন উদ্যম ফিরে পায় পৃথিবীবাসী। চমৎকার এই নীল-সবুজ গ্রহটিকে বাঁচানোর জন্য সবাই একসাথে জেগে উঠে। সাজ সাজ রব পড়ে যায় দেশে দেশে,শহরে শহরে,মানুষের হৃদয়ে। plant

 ‘Small Islands and Climate Change’ অর্থাৎ “ছোট দ্বীপ এবং জলবায়ু পরিবর্তন”- এর উপর বিশেষভাবে নজর দিচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি বরাবরই গভীর কোনো বার্তার সাথে সাথে সমসাময়িক সমস্যার দিকে কড়া নজরদারী করে। শুধুই কি কড়া শাসনের কথা বলে বেড়ায় সে? একেবারেই নয়, কথার মাঝে আশার আলো আর সমাধানের ইঙ্গিত কিন্তু স্পষ্টরূপেই ফুঁটে উঠে। সে কারণেই হয়তোবা এতো সহজে সবার কাছে পৌঁছে যায় তার নির্দেশনা।

জেনে নেই এই দিবসটির জন্মকাল। কবে থেকেই বা ৫ই জুনের গা’য়ে সীলমোহর পড়লো “বিশ্ব পরিবেশ দিবস”-এর। আর কারাই বা দিলো তাকে এমন সম্মান!

১৯৭২ সালের ৫ জুন। জাতিসংঘের সাধারণ সভার আহ্বানে  United Nations Conference on the Human Environment–এই বৈঠকটি শুরু হয়। সেটি চলে ৫ই জুন থেকে ১৬ই জুন পর্যন্ত। তখন থেকেই সিদ্ধান্ত নেয়া হয়, পৃথিবী আর মানুষের প্রয়োজনেই পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করে একটি নির্দিষ্ট দিনকে সম্মান জানানো উচিত। সে সিদ্ধান্ত অনুযায়ী তার পরের বছর,অর্থাৎ ১৯৭৩ সাল থেকেই ৫ই জুন কে আলাদা সম্মান দিয়ে স্বাগত জানানো হচ্ছে। নাম দেয়া হলো, “বিশ্ব পরিবেশ দিবস”। প্রতিবছর ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন শহরের উপর দায়িত্ব পড়ে একে ঘটা করে পালন করার । শুধু তাই নয়; এও নির্ধারণ করা হলো, প্রতি বছরই এই দিবসটির জন্য আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় থাকতে হবে। আর তখন থেকেই এই দিবসটিকে ঘিরে সমস্ত গুরুদায়িত্ব পালন করে আসছে  United Nations Environment Programme (UNEP)। UNEP এর তত্ত্বাবধানেই সবকিছু ঠিক করা হয় কখন, কোথায় এবং কিভাবে এই দিবসটিকে পালন করা হবে।

২০১৪ সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করার দায়িত্ব পড়েছে ক্যারিবিয়ান ছোট্ট দ্বীপ,বারবাডোসের উপর। সবুজ আর নীলে ঘেরা এই চমৎকার দ্বীপটি কিভাবে ৫ জুনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করে,তার দিকেই নজর পুরো বিশ্ববাসীর। দিবসটিকে ঘিরে আরো আকর্ষণীয় সব খবর নিয়ে হাজির হচ্ছি সামনেই । সাথে থাকুন। অপেক্ষার ফল কিন্তু মিষ্টিই হয় ! আর সেই ফাঁকে,তৈরী হতে থাকুক ক্যারিবিয়ান দ্বীপ,বারবাডোস !

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics