
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিডিএমপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিডিএমপি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা’ সংক্রান্ত একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচীর জাতীয় প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়্যুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী (সিডিএমপি) দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে।
সুত্রঃ http://www.sangbad24.net