সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত
শনিবার সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করা হয়। বিশ্বের উভচর প্রাণীদের সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পঞ্চমবারের মতো সারা বিশ্বে পালন করা হচ্ছে এ দিবসটি। বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশে এ বিষয়ে কাজ করছে ‘সেইভ দি ফ্রগস’ নামের একটি আন্তর্জাতিক সংগঠন।
এবছর সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির উদ্যোগে সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাঙ সংরক্ষণ দিবসের প্রধান অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এদিন গ্রিন এক্সপ্লোর সোসাইটি বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের জন্য ব্যাঙের উপর পরিবেশ দূষণের প্রভাব বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরবেশ বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এসব প্রতিযোগিতায় বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহন করেন।
পরবর্তীতে ব্যাঙ বিষয়ক ছোটদের উপযোগী একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন প্রজাতির ব্যাঙের পরিচিতির পাশাপাশি সহজ ভাষায় প্রাকৃতিক খাদ্যচক্রে ব্যাঙের গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাঙের প্রয়োজনীয়তা উপস্থাপন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন শাবিপ্রবি’র প্রোক্টর ড. হিমাদ্রি শেখর রায়, বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারি অধ্যাপক কৌশিক সাহা এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ মাহমুদ হাসান।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে সিলেটে ব্যাঙ সংরক্ষণ দিবসের প্রধান অনুষ্ঠানটি সমাপ্ত হয়।