পানিদূষণ রোধে রোবট
জলাশয়ে ভেসে থাকবে এই রোবট। আর এতে পানিদূষণ প্রতিরোধ করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির পলিটেকনিক ইনস্টিটিউটের গবেষকেরা এমনটিই দাবি করছেন। তাঁদের তৈরি একটি ভাসমান রোবট (এআরভি) ব্রুকলিনের জলাশয় গাউনাস ক্যানেলের পরিবেশগত তথ্য-উপাত্ত সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে পানির তাপমাত্রা, অম্ল-ক্ষারক বৈশিষ্ট্য (পিএইচ), দ্রবীভূত অক্সিজেন প্রভৃতি। এ ছাড়া এতে রয়েছে দুটি ক্যামেরা, একটি পানির নিচে এবং অপরটি ওপরে। সংশ্লিষ্ট গবেষক ওডেড নভ বলেন, এই রোবট জলাশয়ে সার্বক্ষণিক অবস্থান করে বিভিন্ন তথ্য-উপাত্ত পাঠিয়ে দূষণ প্রতিরোধে ভূমিকা রাখবে। রোবট এবং ইন্টারনেটভিত্তিক নাগরিক পরিবেশের সমন্বয়ে পানিদূষণ প্রতিরোধে নতুন গতির সঞ্চার হবে। রোবটটির নাম দেওয়া হয়েছে ব্রুকলিন আটলান্টিস।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (২৭/০৫/২০১৩)
http://www.prothom-alo.com/detail/date/2013-05-27/news/355407