শাবিপ্রবি’তে ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ শাবি ক্যাম্পাসকে তার স্বরূপে বহাল রাখতে নিয়মিতই ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ এর আয়োজন করে থাকে। এবারও তারা এই আয়োজনের আওতায় ক্যাম্পাসের ইউনিভার্সিটি সেন্টার থেকে শুরু করে চেতনা একাত্তর হয়ে একাডেমিক ভবন ‘ই’ এবং এর আশেপাশের টং পর্যন্ত পরিষ্কার অভিযান চালালো সংগঠনটি।
গত বুধবার ২৬ আগস্ট দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এই অভিযান। দুই গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ ইউনিভার্সিটি সেন্টার থেকে এবং অন্য গ্রুপ ই- বিল্ডিং এর টং থেকে শুরু করে, উভয় দল চেতনা একাত্তরে মিলিত হওয়ার মাধ্যমে অভিযান সমাপ্ত হয়। এখানে তারা মূলত পচনশীল ও অপচনশীল এ দুধরণের বর্জ্য সংগ্রহ করে।green sust campaign

এ বিষয়ে সংগঠনটির সভাপতি থেকে জানা যায়, তারা এ কাজটা মূলত তাদের ‘গবেষণা পরিষদের’ তত্ত্বাবধানে পরিচালিত ‘সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য করছে। তিনি আরো জানান, এই প্রকল্প মূলত শাবিপ্রবি ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই করা হচ্ছে, যেখানে প্রতিমাসেই এই ক্যাম্পেইনের মাধ্যমে দেখা হবে যে, শাবিতে কি পরিমাণ বর্জ্য প্রতিমাসে তথা একবছরে কতটুকু বর্জ্য উৎপন্ন হয়েছে এবং কোন কোন জায়গায় বর্জ্যের ঘনত্ব বেশি, সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে বছর শেষে।

এর মাধ্যমে তঁদেরকে দেখানো হবে যে বিশ্ববিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনাটা কিভাবে আরও সম্প্রসারিত করতে হবে কারণ, আমরা সবাই নিশ্চয়ই আমাদের ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা সম্পর্কে অবহিত।

তিনি বলেন যে তদের আসল উদ্দেশ্য হলো এ আয়োজন শুধু সাস্ট ক্যাম্পাসেই সীমাবদ্ধ না রেখে সারা সিলেট তথা সারা দেশে ছড়িয়ে দেয়া অর্থাৎ তাদের লক্ষ্য শুধু গ্রিন সাস্ট না, ‘গ্রিন সাস্ট’, ‘গ্রিন সিলেট’, ‘গ্রিন বাংলাদেশ’ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics