ইউরেশীয় সিঁথিহাঁস

800px-Anas_penelope_kuribo_croppedইউরেশীয় সিঁথিহাঁস বা লালশির (Anas penelope) ( ইংরেজি Eurasian Wigeon) অ্যানাটিডি পরিবারের অ্যানাস গণের অন্তর্ভুক্ত এক ধরনের সুলভ হাঁস ।  এরা বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এদের বাংলাদেশের ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় ।  আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা  Least Concern বা আশংকাহীন  বলে বিবেচিত।

ইউরেশীয় সিঁথিহাঁস লম্বায় ১৭ থেকে ২০ ইঞ্চি হতে পারে । এদের পাখার বিস্তৃতি ২৮ থেকে ৩০ ইঞ্চি । এরা ওজনে ৫০০ থেকে ১০৭৩ গ্রাম হয়ে থাকে । পুরুষ হাঁসটির মাথা লালচে বাদামি বর্ণের এবং মাথা উপরের অংশ সাদা রঙের হয় । বুকের রঙ গোলাপি এবং পেট সাদা রঙের হয় । এদের পিছনের অংশ খয়েরী রঙের হয় । পাখার শেষ  অংশ কালো রঙের । এদের গাঢ় সবুজ রঙের পাখা থাকে । স্ত্রী হাঁসটি দেখতে হালকা বাদামী বর্ণের । এদেরকে এদের আকৃতির জন্য অন্যান্য হাঁস থেকে সহজেই আলাদা করা যায় । এদের মাথা ধূসর বর্ণের এবং  ডানার নিচের অংশ সাদা হয় । অপ্রাপ্তবয়স্করা দেখতে  স্ত্রী হাঁসের মতো ।

ইউরেশীয় সিঁথিহাঁস খোলা জলাভূমিতে থাকতে পছন্দ করে । এরা সাধারনত লেক বা পুকুরে থাকে । এরা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে । এরা  জমিতে বাসা বানায় যা পানির কাছাকাছি থাকে । বাসাগুলো  সাধারনত লুকায়িত থাকে । এরা একসাথে অনেক বড় দল নিয়ে চলাফেরা করে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics