সুন্দরবনের পাখি

সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত । সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।

সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাজাতির আবাসস্থল। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান (যেমনঃ ৩০ শতাংশ সরীসৃপ, ৩৭ শতাংশ পাখি ও ৩৭ শতাংশ স্তন্যপায়ী) এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশে বিরল। পাখি বিষয়ক পর্যবেক্ষণ, পাঠ ও গবেষণার ক্ষেত্রে পাখিবিজ্ঞানীদের জন্য সুন্দরবন এক স্বর্গ।

 

Masked Finfoot male  in Sundarbans
Masked Finfoot male
in Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
Oriental Small-clawed Otter and Indian Pond Heron coexisting in harmony  Sundarbans
Oriental Small-clawed Otter and Indian Pond Heron coexisting in harmony
Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
White-bellied Sea Eagle grabbed a rodent! Sundarbans
White-bellied Sea Eagle grabbed a rodent!
Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
Ruddy Kingfisher  Sundarbans
Ruddy Kingfisher
Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
Blue-eared Kingfisher  Sundarbans
Blue-eared Kingfisher
Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
Black-capped Kingfisher  Kotka, Sundarban, Bangladesh
Black-capped Kingfisher
Kotka, Sundarban, Bangladesh
photo credit: Sayam U. Chowdhury
Brown-winged Kingfisher  Sundarban
Brown-winged Kingfisher
Sundarban
photo credit: Sayam U. Chowdhury
Bar-winged Flycatcher-shrike  Sundarbans
Bar-winged Flycatcher-shrike
Sundarbans
photo credit: Sayam U. Chowdhury
Streak-breasted Woodpecker - only occurs in the Sundarbans!
Streak-breasted Woodpecker – only occurs in the Sundarbans!
photo credit: Sayam U. Chowdhury
Speckled Piculet Sundarban
Speckled Piculet
Sundarban
photo credit: Sayam U. Chowdhury
Brown Fish Owl Sundarban, Bangladesh
Brown Fish Owl
Sundarban, Bangladesh
photo credit: Sayam U. Chowdhury
Dusky Warbler Karamjal, Sundarbans, Bangladesh
Dusky Warbler
Karamjal, Sundarbans, Bangladesh
photo credit: Sayam U. Chowdhury
Mangrove Pitta  Sundarban
Mangrove Pitta
Sundarban
photo credit: Sayam U. Chowdhury
Velvet-fronted Nuthatch Sundarban
Velvet-fronted Nuthatch
Sundarban
photo credit: Sayam U. Chowdhury
Orange-bellied Flowerpecker Sundarban
Orange-bellied Flowerpecker
Sundarban
photo credit: Sayam U. Chowdhury

 

Shikra Sundarban
Shikra
Sundarban
photo credit: Sayam U. Chowdhury
Crimson Sunbird  Sundarban
Crimson Sunbird
Sundarban
photo credit: Sayam U. Chowdhury

সায়েম ইউ চৌধুরী, পেশায় বন্যপ্রাণী সংরক্ষণবিদ, পাখি বিষয়ে গবেষণা বিশেষ করে চামচ ঠুঁটো বাটান বা spoonbilled sand piper সংরক্ষণে কাজ করছেন এছাড়া বর্তমানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। ছবি তোলা ও প্রকৃতির কাছাকাছি থাকাই অবসরের প্রিয় কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics