হ্যালং বে
ভিয়েতনামের উত্তর-পূর্ব কোণে অবস্থিত হ্যালাং বে। ১৯৯৪ সালে ইউনেস্কো হ্যালং বেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চল হ্যালং বে। নাতিশীতোষ্ণ আবহাওয়া। চারদিকে পানি এবং এর মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে পাহাড়গুচ্ছ। পাহাড় এবং পানির এক অপূর্ব সংমিশ্রণ। দৃষ্টিনন্দন এক জায়গা হ্যালং বে দ্বীপ। আসলে দ্বীপ বললেও ভুল হবে। কারণ এখানে কোনো স্থল জায়গা নেই। চারদিকে পানি মাঝে মধ্যে পাথুরে পাহাড়। এই পাহাড়গুলোও বেশ আকর্ষণীয়। একেকটি পাহাড় একেক রকম এবং আকৃতির কারণে পাহাড়গুলোর নাম রাখা হয়েছে। নামগুলোও বেশ মজার। যেমন একটি পাহাতের স্থানীয় নাম ‘ভায়ো ইসলেট।’ এর অর্থ হচ্ছে হাতি। অর্থাৎ পাহাড়টি দেখতে হাতির মতো। এ রকম আরো বেশকিছু নাম রয়েছে যেমন কিসিং কক, ফাইটিং কক ইত্যাদি। গুচ্ছ গুচ্ছ পাথুরে পাহাড় সংবলিত হ্যালং বের আয়তন ১৫৫৩ কিলোমিটার। প্রায় ১৬০০ মানুষের বসবাস এখানে। চারটি জেলেদের গ্রামে বিভক্ত এটি। মজার বিষয় হচ্ছে স্থলভাগ না থাকায় ভাসমান বাড়িতে বসবাস করে তারা। তবে হ্যালং বের উত্তরে দুটি দ্বীপ রয়েছে। একটি স্টুয়ান চাও এবং অপরটি ক্যাটবা।
সূত্রঃ ইন্টারনেট