সোনাবউ
বিবাহিত পুরুষরা অনেকেই হয়ত সুখের সময় তাঁদের বউদের আদর করে ‘সোনাবউ’ বলে ডাকেন। সোনাবউ নামটি খুব সুন্দর কিন্তু তাঁর চেয়েও বেশী সুন্দর ‘সোনাবউ’ পাখি যা আমাদের দেশে আছে। এই পাখির ইংরেজি নাম Golden Oriole (Oriolus oriolus)। এটি একটি গায়ক পাখি (passerine birds) যা Oriolidae গোত্রের অন্তর্গত। কেউ কেউ এঁকে হলদে পাখি বা বেনেবউ বলেও ডাকে।
এই পাখির গায়ের রঙ খুব সুন্দর হলুদ বর্নের। চোখে কাজলের মতো কালো দাগ চিহ্ন যা তাঁর রুপ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ডানায় ও লেজের কিছু পালক কালো যা দেখতে খুব সুন্দর।
আমাদের দেশে খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝে মাঝে দেখা গেলেও বাংলাদেশে এটি তেমন দেখা যায় না। তবে এশিয়া, আফ্রিকা, ইউরোপে এর বিশাল বিস্তৃতি রয়েছে। ছবিঃ ইন্টারনেট
মাইন রানা