সেকরা বসন্ত
সেকরা বসন্ত বা ছোট বসন্তবৌরি বা ভগিরথ (Megalaima haemacephala) ( ইংরেজি Coppersmith Barbet ) কাপিটোনিডি পরিবারের অন্তর্ভুক্ত মেগালাইমা গণের এক প্রজাতির সুলভ পাখি । এরা বাংলাদেশের স্থানীয় পাখি । এদের দেশের সর্বত্র দেঝতে পাওয়া যায় । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
সেকরা বসন্ত আকারে ছোট হয় । এদের কপাল লাল রঙের । চোখের চারপাশে হলুদ দাগ দেখা যায় । গলার নিচে রঙিন দাগ দেখা যায় । দেহের উপরের অংশ সবুজ । ঠোঁট কালো এবং পা লাল বর্ণের হয়ে থাকে । স্ত্রী ও পুরুষ উভয়ই দেখতে একই । অপ্রাপ্তবয়স্ক পাখির গায়ের রঙ মলিন এবং এদের দেহে কোন লাল দাগ দেখতে পাওয়া যায় না।
সেকরা বসন্ত সাধারনত একা , জোড়ায় বা ছোট দলে চলাফেরা করে । এদেরকে বাগানে , বনে বাদাড়ে দেখতে পাওয়া যায় । এরা বড় গাছের মগডালে রোদ পোহায় । গাছের গর্তে বাসা বানায় এবং সেখানে বিশ্রাম নেয় । শুষ্ক মরুভুমি ও জলাভুমির বনে এদের সহজে দেখা যায় না।
এই প্রজাতির পাখিরা সাধারনত ফলাহারী । তবে এরা মাঝে মধ্যে পোকা বিশেষ করে উইপোকা খেয়ে থাকে । এদের খাদ্য তালিকায় থাকে বট গাছের ফল , জংলি গাছের ফল , জলপাই জাতীয় ফল এবং বেরি জাতীয় ফল । এরা ফুলে পাপড়িও খেয়ে থাকে ।
সেকরা বসন্তের প্রজনন মৌসুম ফেব্রুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত । এরা গাছের সরু ডালের নিচে গর্ত করে বাসা বানায় । স্ত্রী পাখি একসাথে ৩ থেকে ৪ টি ডিম পাড়ে । ডিমগুলিতে তা বাবা পাখি ও মা পাখি উভয়ই দিয়ে থাকে । ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ২ সপ্তাহ সময় লাগে ।