সুন্দরবনের পাশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবেই পরিবেশবান্ধব নয়
সুন্দরবনের পাশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনোভাবেই জনকল্যাণকর বা পরিবেশবান্ধব নয়। এই তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পরিচালনা সকল পর্যায়েই কেন্দ্র সন্নিহিত সুন্দরবনসহ সমগ্র এলাকায় ব্যাপক পরিবেশগত সংকট সৃষ্টি করবে। ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট-এর উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেসকাবের সামনে ‘সুন্দরবন বিধ্বংসী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সকল উদ্যোগ বন্ধ করার দাবীতে’ এক মানববন্ধনে বক্তারা একথা বলেন।
বক্তারা আরো বলেন, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে বাংলাদেশের বিদ্যমান পরিবেশনীতি, পরিবহননীতি, জ্বালানীনীতি, মোটরযান অর্ডিন্যান্স, জলসীমা আইন, মৎস আইন, শিল্পনীতি, পরিবেশ সংরণ আইন, জীববৈচিত্র সংরক্ষণ আইন, জলাশয় সংরক্ষণ আইন, বন আইন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা আইন, জাতিসঙ্ঘ ঘোষিত রামসার কনভেনশন ও জলবায়ু পরিবর্তন বিরোধী ঘোষনার মূল নীতিমালা লঙ্ঘিত হবে। এটা প্রমাণিত যে এই প্রকল্প বাস্তবায়ন হলে ব্যাপক মানবিক ও পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হবে। সংগঠনের সহসভাপতি ডাঃ এম আবু সাঈদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ এহসানুল হক খান পাপুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ শাকিল আখতার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ আজিজুল হক, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডাঃ এবিএম জামাল, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, আলোর পথযাত্রীর সমন্বয়ক রায়হান সিদ্দিকী, সিপিবি’র নেতা সেকান্দর হায়াত প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে সংহতি জানান।
সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত (২৩/০৭/২০১৩)