সাহারা মরুভূমি নিয়ে কিছু তথ্য

 সাহারা মরুভূমিকে ইংরেজিতে বলা হয় ‘দ্য গ্রেট ডেজার্ট’ যেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি।

 সাহারার বিস্তৃতি ৯৪,০০,০০০ বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায় সবটা জুড়েই এর বিস্তার।images

 অনেক প্রত্নতাত্ত্বিকই মনে করেন যে প্রায় হাজার দশেক বছর আগে সাহারার আবহাওয়া এখনকার মতো এতটা খারাপ ছিল না এবং সেখানে হরদ ও ছোট নদীর অস্তিত্বও ছিল।

 সাহারার আবহাওয়া মাত্রাতিরিক্ত গরম ও শুকনো। যদিও রাতে এখানে বেশ ঠাণ্ডা পড়ে এবং কখনও কখনও পাহাড়ের চূড়ায় বরফও জমতে দেখা যায়। শীতকাল ও গ্রীষ্মকালে তাপমাত্রা ১০ থেকে ৪৩ ডিগ্রি সে. পর্যন্ত ওঠা-নামা করে। অন্যদিকে সাহারায় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২০ সেন্টিমিটারের মতো।

 সাহারা মরুভূমি যেমন জনবিরল তেমনি অন্যান্য প্রাণী-প্রজাতির সংখ্যাও খুব বেশি সেখানে নেই। এখানকার প্রাণীদের মধ্যে উট, সাপ, গিরগিটি, শিয়াল, অ্যান্টিলোপ, উট পাখি, গাজলা হরিণ, মরুছাগল ইত্যাদি উল্লেখযোগ্য।

 মরুভূমি হলেও নানান ধরেন মূল্যবান খনিজ পদার্থ রয়েছে সহারাতে। বিশেষ করে সাহারা মরুভূমির লিবিয়া ও আলজেরিয়া অংশে রয়েছে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ। তা ছাড়া আরও রয়েছে তামা, লোহা, ফসফেট ইত্যাদি।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক (২০/০৬/২০১৩)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics