সবুজ অভিধানঃ নীল পতাকার বেলাভূমি (Blue Flag Beaches)

সিফাত তাহজিবা

নীল পতাকা হলো একটি সমুদ্র সৈকতে বা বেলাভূমির শুভ্রতার প্রতীক। কিছু কিছু সমুদ্র সৈকতে নয়নগোচরে আসা উড়ন্ত নীল পতাকা হলো একটি আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার (International eco-award),পুরষ্কারটি দেওয়া হয় মূলত নিরাপত্তা, সুযোগ – সুবিধা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে এমন সব সমুদ্র সৈকতকে। পুরস্কারটি ঘোষনা করা হয় প্রতি বছর ৫ই জুন এবং ১ নভেম্বর।blue flag beaches

প্রথম নীল পতাকাটি তৈরি করা হয় ১৯৮৫ সালে ফ্রান্সে। ১৯৮৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক পরিবেশ পুরস্কারটি দেওয়া হচ্ছে। ইউরোপ জুড়ে ৪৮ টি দেশ, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিশিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, কানাডা এবং ক্যারিবীয় ৩৮৫০ বা তার অধিক সৈকতকে এই নীল পতাকায় পুরস্কৃত করা হয়েছে।

এসব সমুদ্র সৈকত ২৭টি মানদন্ড মেনে এই পতাকা অর্জন করেছে, যার মূলে রয়েছে উপকূলীয় ব্যবস্থাপনার চারটি ক্ষেত্র – পানির গুণগত মান,পরিবেশ ব্যবস্থাপনা,পরিবেশগত তথ্য ও বিদ্যা,নিরাপত্তা এবং সেবা। এই নীল পতাকা ধরে রাখতে হলে বেলাভুমির এ ৪টি ক্ষেত্র নিয়মিত পরীক্ষা করা ছাড়াও করতে হবে পানির গুণমান অভীক্ষা। প্রতি ২ সপ্তাহ অন্তর এবং পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা আরও বিকশিত করা।

নীল পতাকা ‘ফি – FEE অথবা Foundation for Environmental Education’ (মুনাফা বিহীন বেসরকারী সংস্থা)এর মালিকানাধীন একটি ট্রেডমার্ক!

‘ফি’এর অংশীদার হলো জাতিসঘের পরিবেশ কার্যক্রম- United Nations Environment Program (UNEP),বিশ্ব পর্যটন সংস্থা-World Tourism Organization (UNWTO),বিশ্ব সংরক্ষণ ইউনিয়ন-The World Conservation Union (IUCN),ইউরোপীয় ইউনিয়ন-European Union (EU),উপকূলবর্তী ইউনিয়ন -(EUCC)The Coastal Union,সামুদ্রিক শিল্প সংস্থা আন্তর্জাতিক কাউন্সিল-International Council of Marine Industry Associations (ICOMIA),আন্তর্জাতিক লাইফ সেভিং ফেডারেশন-International Lifesaving Federation(ILS)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics