সত্যিকারের এক নীলপরী

মাইন রানা

কিশোর বয়সে যারা প্রেম করেছেন তারা তাদের প্রিয়জনকে আদর করে নীলপরী বলে ডাকে নাই এমন হয়ত খুব কমই আছে। বন্যপ্রাণী জগতে সত্যিই এক নীলপরী আছে। তার নামই নীলপরী আর দেখতে এত সুন্দর যে পরী নামও তার জন্য কম হয়ে যায়। সবচেয়ে খুশির কথা হল এই নীলপরীটি আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, যা দেখতে পাওয়া প্রেমিকদের কাছে খুবই ভাললাগার এক মুহুর্ত।

এই নীলপরী হল একটি পাখির নাম। এর ইংরেজি নাম Fairy-bluebirds বৈজ্ঞানিক নাম Irena puella । বাংলাদেশের মিশ্র চিরসবুজ বন এলাকা সিলেট ও চট্রগ্রামে এদের বসবাস। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মলোয়েশীয়ায় এদের বিস্তৃতি রয়েছে। nil pori

এই পাখিটি সবসময় গাছের মগডালে এবং ঘন জঙ্গলে বেশী থাকে। প্রায় সব পাখির মত এই পাখিরও পুরুষ-নারীতে ভিন্নতা আছে দৈহিক গত ভাবে। পুরুষ নীলপরী পাখিটা উজ্জল বেগুনি মিশ্রিত নীল রংয়ের এবং চোখের নীচে এবং ডানায় কালো রংএ সজ্জিত দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মেয়ে নীলপরী একটু মলিন নীল সবুজ এবং বাদামী কালো ঠোট। পুরুষ নারী দুই পাখিটারই চোখ লাল।

মিশ্র চিরসবুজ বনে এরা বেশী থাকে। ফুলে ফলে ভরা গাছে এরা বিচরন করে বোড়ায়। ফুলের রেনু, পাকা ফল এরা খুব বেশী পছন্দ করে। জানুয়ারী থেকে জুনের মধ্যে এরা প্রেমে আবদ্ধ হয় প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিবার ২-৩ টা ডিম পাড়ে এবং ডিমগুলি জলপাই রংয়ের এবং বাদামী ছাপযুক্ত খুব সুন্দর। মেয়ে পাখি একা একা ডিমে তা দেয়।

অপূর্ব সুন্দর নীলপরী পাখিটি বন ধ্বংসের সাথে সাথে বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন হয়ত আর এদের দেখা যাবে না। এদের সংরক্ষণে আমাদের সবারই সচেতনতার প্রয়োজন।

ছবি: ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics