শিম্পাঞ্জিখেকো চিতা
চিতাবাঘ সাধারণত শিম্পাঞ্জির ধারে-কাছে যায় না। কারণ, বাগে পেলে শিম্পাঞ্জিরা চিৎকার-চেঁচামেচি করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। দলবেঁধে চিতার ওপর হামলে পড়ে। একবার আফ্রিকার জঙ্গলে দেখা যায়, একদল শিম্পাঞ্জি একটি চিতার আস্তানায় হানা দিয়ে একটি চিতাশাবককে হত্যা করে। কিন্তু এই প্রথম বিজ্ঞানীরা জানতে পেরেছেন, শিম্পাঞ্জিখেকো চিতাও আছে। অন্তত একটি শিম্পাঞ্জিকে চিতায় খেয়েছে, এমন প্রমাণ মিলেছে। তাঞ্জানিয়ার মাহাল মাউন্টেইন ন্যাশনাল পার্কে গত বছর একদল বিজ্ঞানী ৪১ দিন ধরে চিতাবাঘের ওপর গবেষণা করেন। বিজ্ঞানীরা শিম্পাঞ্জির নখ, হাড়সহ শরীরের কিছু অংশ উদ্ধার করেন। ডিএনএ পরীক্ষা করে তাঁরা নিশ্চিত হন, এটি ছিল একটি বয়স্ক নারী শিম্পাঞ্জি। তবে চিতা ওই শিম্পাঞ্জিকে শিকার করেছিল কি না, এ ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (২৮/০৫/২০১৩)
http://www.prothom-alo.com/detail/date/2013-05-27/news/355408