রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরানোর দাবিতে শাবিপ্রবিতে প্রতিবাদী মানববন্ধন
গত ৭ ই অক্টোবর ২০১৩,সোমবার সুন্দরবন রক্ষার জন্য রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরানোর দাবিতে শাবিপ্রবি’র বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাফসা ’র আয়োজনে শাবিপ্রবি’র লাইব্রেরি বিল্ডিং এর সামনে দুপুর ১২:৩০ মিনিটে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতায় ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা’র সিলেট শাখা।
উক্ত মানব বন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। মানব বন্ধনে বাফসার সহসভাপতি রাসেল হাসান এবং বাপা সিলেট শাখার সাধারন সম্পাদক আবদুল করিম কিম বক্তব্য রাখেন। সুন্দরবনের পাশে রামপালে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটি হলে সুন্দরবনের উপর যেসব বিরূপ প্রভাব সৃষ্টি হবে তা এখানে তুলে ধরা হয় এবং নৈতিক দায়িত্ব স্বরূপ এর প্রতিবাদ করার জন্য সকলকে আহবান জানানো হয়। সকলের সহায়তায় এই বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করাই ছিল উক্ত মানব বন্ধনের প্রধান প্রতিপাদ্য বিষয়।