লজ্জাবতী
ছোঁয়া লাগলেই লজ্জাবতী গাছের পাতা নুয়ে পড়ে। কিন্তু কি কারনে লজ্জাবতীর পাতা নুয়ে পড়ে ? এর কারন হল লজ্জাবতী পাতার গোড়া একটু ফোলা থাকে। এর ভেতরে বড় বড় অনেক কোষ আছে। ওইসব কোষ যখন পানিভর্তি হয়ে ফুলে ওঠে তখন লজ্জাবতী পাতার ডাঁটাটি সোজা হয়। কিন্তু হঠাৎ পাতা ছুঁলে ওই ফোলা কোষগুলো থেকে পানি বাইরে বেরিয়ে পেছন দিকের কোষে চলে যায়। ফলে কোষগুলো চুপসে পড়ে। চুপসানো কোষে পানির চাপ কম থাকে। তাই লজ্জাবতী পাতার ডাঁটাটিও আর সোজা থাকতে পারে না, নিচের দিকে নুয়ে পড়ে।
জুনায়েদ তানভীর ১৪/০৭/২০১৩