মেঘ শিকার করা যায় কি?
মেষ শিকার করা যায়, কিন্তু মেঘ? সেটাও সম্ভব। কোনো কোনো মরুভূমির মানুষ মেঘ ধরার কৌশল জানে। ওরা কাপড় দিয়ে মেঘ শিকার করে। মানে, মেঘের বাষ্প কাপড়ে ছেঁকে পরে পানির আধারে সংগ্রহ করে। এটা খাওয়ার পানি সঞ্চয়ের একটি পদ্ধতি। চিলির প্রকৌশলীদের তৈরি ‘ক্লাউড ক্যাচার’ বা মেঘ ধরার ব্যবস্থা ওদের মরুভূমি অঞ্চলে ব্যবহূত হয়। আমেরিকার প্রকৌশলীরা নতুন প্রজন্মের ‘ফগ নেট’ বা কুয়াশা ধরার জাল তৈরি করেছেন। চক্রাকার পেঁচানো টাওয়ারে ঘন কুয়াশা ধরার জাল ব্যবহার করা হয়। মেঘে পানির পরিমাণ নির্ভর করে মেঘখণ্ডের আয়তনের ওপর। আকাশ ভেঙে বৃষ্টি নামলে রাস্তাঘাট ভেসে যায়। তার মানে আকাশ ভরা মেঘে প্রচুর পানি থাকে। এক হিসাব অনুযায়ী, বিশাল আকারের মেঘে ৫০ কোটি লিটারেরও বেশি পানি থাকে।
সূত্রঃ প্রথম আলো, ছুটির দিনে
১৪/০৯/২০১৩