মাথামোটা ডাইনোসরের খোঁজ
রাফিন রায়ান
কানাডার আলবার্টায় এক সম্পূর্ণ নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। নতুন এ প্রজাতির নাম দেয়া হয়েছে পাকিসেফেলোসর। ২০০৮ সালে এলাকার একটি খেত থেকে আবিষ্কৃত হয় এ ডাইনোসরের জীবাশ্ম। খেতের মালিকের নামানুসারে ওই ডাইনোসরটির নাম রাখা হয় অ্যাক্রোথোলাস অডেটি।
ছ’ফুট লম্বা ও প্রায় চল্লিশ কিলোগ্রাম ওজনের এই প্রাগৈতিহাসিক প্রাণীটি দুই পায়ে ভর দিয়ে হাঁটত। মাথার অদ্ভুত গঠনই সমগোত্রীয়দের থেকে এদের আলাদা করেছে। গম্বুজাকৃতি মাথার হাড়গুলো নিরেট এবং প্রায় দু’ইঞ্চি পুরু। প্রায় পঞ্চাশ বছর আগে এ প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হলেও ২০০৮-এর নতুন আবিষ্কার এদের একেবারে নতুন প্রজাতি বলে শনাক্ত করেছে। নিরেট মাথা দ্বন্দ্বযুদ্ধে কাজে লাগত বলে মনে করেন বিজ্ঞানীরা।
এ পর্যায়ের প্রাণী শুধু উত্তর আমেরিকাই নয়, বিশ্বের প্রাচীনতম বলে দাবি বিজ্ঞানীদের। এই ডাইনোসরের প্রজাতির আবিষ্কার অপেক্ষাকৃত ছোট দেহের ডাইনোসরদের সম্পর্কে আরো বিশদভাবে জানতে সাহায্য করবে বলে দাবি বিজ্ঞানীদের।
সূত্রঃ দৈনিক মানবকণ্ঠ ২৪/০৬/২০১৩