মাছ নয় দানব
পৃথিবীতে মাছের রয়েছে অসংখ্য প্রজাতি। নানা প্রজাতির মাছের মধ্যে নোনাপানির তুলনায় মিঠাপানিতে বাস করা মাছগুলো হয় অপেক্ষাকৃত বেশি নিরীহ ও শান্ত প্রকৃতির। কিন্তু আফ্রিকা মহাদেশের কঙ্গো নদীতে বাস করে টাইগারফিশ নামে বিশালাকৃতির মাছ। এটি দেখলে যে কারো মিঠাপানির মাছ সম্পর্কে ধারণা বদলে যাবে। কারণ মাছটি নিরীহ ও শান্ত প্রকৃতির তো নয়ই, দাঁতগুলো দেখলে সমুদ্রে বাস করা হাঙরের মতো ভয়ঙ্কর বলেই মনে হবে। আরো মনে হবে এমন প্রাণী চলচ্চিত্র বা প্রাচীন লোককথায় উল্লেখিত দৈত্য ছাড়া আর কিছু নয়। দৈত্যের মতো দেখতে মাছটির বিচরণক্ষেত্র দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত। টাইগারফিশের রয়েছে বত্রিশটি ধারালো দাঁত। এগুলোর মধ্যে সামনের দুই পাটির দাঁত ভীষণ বড়। সম্প্রতি দুই মিটার দৈর্ঘ্যরে পঞ্চাশ কেজি ওজনের একটি টাইগারফিশ ধরা পড়েছিল জেলেদের জালে। ধরার আগে জেলেরা লক্ষ্য করছেন মাছটি তাড়িয়ে বেড়াচ্ছে একটি কুমিরকে। তাতে মাছটিকে পিরানহার মতো ভয়ঙ্কর বলেই উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীরা মাছটির বৈজ্ঞানিক নাম দিয়েছেন হাইড্রোসাইনাস গলাইয়াথ। আগ্রাসী মনোভাবাপন্ন মাছটি আফ্রিকানদের কাছে কিংবদন্তিতুল্য। দাঁতগুলো ধারালো চাকুর মতো। মিঠাপানিতে বাস করা অন্য মাছের জন্য এটি ভয়ঙ্কর তো বটেই, বিজ্ঞানীরা বলছেন মানুষের জন্যও ভয়ঙ্কর। একবার পেলে আর রক্ষা নেই।
তথ্যঃ ইন্টারনেট