ভেটেরিনারি বা পশু-চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস

মো: সাদ্দাম হোসেন

২৫০০ খ্রিষ্টাপূর্ব: চীন দেশের অধিবাসীগণ প্রানীর চিকিৎসাসমূহ প্যাপাইরাস নামক গাছের পাতায় লিপিবদ্ধ করে রাখত।
১৫০০ খ্রিষ্টাপূর্ব: চীন দেশের অধিবাসীগণ প্রানীর চিকিৎসার জন্য গুল্মজাতীয় উদ্ভিদ ব্যবহার করত।
২৫০ খ্রিষ্টাপূর্ব: ভারত/নেপালে সর্বপ্রথম প্রানী হাসপাতাল প্রতিষ্ঠা করেন রাজা অশোক এবং এই প্রানী হাসপাতালে একজন প্রানীচিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
১ম খ্রিষ্টাব্দ: রোমানরা তাদের অসুস্থ ঘোড়াকে চিকিৎসার জন্য প্রানী হাসপাতালে নিয়ে আসত। ঘোড়ার চিকিৎসককে বলা হত “হেইপিয়াথ্রি”।
১৭১০-১৭১৪ খ্রিষ্টাব্দ: গরুর মহামারি রোগ হিসাবে পরিচিত “রিন্ডার পেস্ট” এর কারণে ফ্রান্সে প্রায় দশ লক্ষ গরু মারা যায়।
১৭৬১ খ্রিষ্টাব্দ: ক্লয়ডি বারজিলেট ফ্রান্সের লায়নে বিশ্বর সর্বপ্রথম ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠা করেন।
১৭৬৬ খ্রিষ্টাব্দ: সর্বপ্রথম ভেটেরিনারি স্কুলের পরিচিতির কারণে বারলিন, মিউনিখ, মিলান, ভিয়েনা, কোপেনহেগেনে ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠিত হয়।
১৭৯১ খ্রিষ্টাব্দ: ইংল্যান্ডে প্রথম ভেটেরিনারি স্কুল যার নাম রয়েল কলেজ অফ ভেটেরিনারি সার্জন।
১৮৭৯ খ্রিষ্টাব্দ: আমেরিকাতে প্রথম ভেটেরিনারি স্কুল প্রতিষ্ঠিত হয়।vet science- environmentmove

১৯৪৭ খ্রিষ্টাব্দ: ৭ই আগষ্ট বাংলাদেশ এর কুমিল্লাতে প্রথম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু হয়।

১৯৫০ খ্রিষ্টাব্দ: ভেটেরিনারি কলেজ  কুমিল্লা থেকে ঢাকাতে স্থানান্তারিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে ৫ বছর মেয়াদি পশু পালন ডিগ্রি দেওয়া হত।
১৯৮৯ খ্রিষ্টাব্দ: তামিলনাড়ু ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ খ্রিষ্টাব্দ: বাংলাদেশে ইষ্ট পাকিস্থান এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।

১৯৬৩ খ্রিষ্টাব্দ: পশু পালন এবং প্রাণি চিকিৎসা ডিগ্রি পৃথকীকরণ করা হয়।
১৯৭২ খ্রিষ্টাব্দ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৯৪ খ্রিষ্টাব্দ: সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ।
১৯৯৬ খ্রিষ্টাব্দ: চট্রগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ ।Chittagong-Veterinary-and-Animal-Sciences-University

২০০৩ খ্রিষ্টাব্দ: দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ, বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ।
২০০৬ সালের ৭ই আগষ্ট: বাংলাদেশের একমাত্র এবং প্রথম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২০১৩ খ্রিষ্টাব্দ: ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদ রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

লেখকঃ শিক্ষার্থী, ডক্টর অব ভেটেরনারি মেডিসিন- ১৫তম ব্যাচ, চট্টগ্রাম ভেটেরনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics