
ব্লু মুন
প্রচলিতভাবে আমরা প্রতি মাসে একটিমাত্র পূর্ণিমা দেখতে পাই, কিন্তু কখনো কখনো এমন ঘটে যে একটি মাসে দুইটি পূর্ণিমা ঘটে থাকে। কোন মাসের এই দ্বিতীয় পূর্ণিমাটিই হচ্ছে ব্লু মুন। এ ক্ষেত্রে প্রথম পূর্ণিমাটি মাসের একদম শুরুতে বা শুরুর কাছাকাছি সময়ে হয়ে থাকে। কারণ চান্দ্র মাস ২৯.৫ দিনে সম্পন্ন হয়। ফলে ফেব্র“য়ারি মাস ছাড়া অন্য যে কোনো মাসেই দুইটি পূর্ণিমা ঘটতে পারে। কারণ ফেব্র“য়ারি মাসের দৈর্ঘ্য চান্দ্রমাসের চেয়ে কম।
সূত্রঃ ইন্টারনেট