ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রিসাইক্লিং বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজধানীর মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রিসাইক্লিং বিষয়ক প্রতিযোগিতার প্রথম পর্বের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতাটির আয়োজক ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক ক্লাব “ব্র্যাক ইউনিভার্সিটি আর্থ এন্ড এনভায়রমেন্ট ফোরাম”।
প্রথম পর্বের প্রতিযোগিতায় মুলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অনলাইনে রিসাইক্লিং বিষয়ে তাদের লেখনী প্রদান করে।সেখান থেকে সেরা তিনজনকে নির্বাচিত করে তাদের পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সিনিয়র লেকচারার এ,কে,এম সিরাজউদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সহকারী প্রভাষক রুবাইয়া সুলতানা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সহকারী প্রভাষক আমিনুর রহমান।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিপুল উদ্দীপনায় অংশগ্রহন করে।সকাল থেকেই বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি উপভোগ করে।
অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েইসট কনসারন বাংলাদেশের হিউম্যান রিসোর্স কো-অরডিনেটর জনাব শামসুল আরেফিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সিনিয়র লেকচারার এ,কে,এম সিরাজউদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সহকারী প্রভাষক রুবাইয়া সুলতানা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর সহকারী প্রভাষক আমিনুর রহমান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সৈয়দা নিশাত নায়লা,দ্বিতীয় স্থান অর্জন করেন রুবায়েত রাইহান রাহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন নামিরা শামীম।
মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিসাইক্লিং বিষয়ে ধারণা এবং এর প্রসারের লক্ষ্যকে মাথায় রেখেই এমন আয়োজন বলে জানালেন “ব্র্যাক ইউনিভার্সিটি আর্থ এন্ড এনভায়রমেন্ট ফোরাম” এর প্রেসিডেন্ট সাদমান সাকিব আসিফ। আগামীতে এই ধরণের আয়োজনের ব্যাপকতা আরও বাড়বে বলে জানালেন অনুষ্ঠানটির আয়োজকরা।
সূত্রঃ studentbd24.com