বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

আসন্ন বোরো মৌসুমে জরুরি প্রয়োজন ছাড়া সেচ এলাকায় বিদ্যুতের লোডশেডিং করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
আজ রোববার সংসদে উত্থাপিত কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।boro
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্রগুলো যথাসম্ভব চালু রেখে রাত ১১টা থেকে সকাল সকাল সাতটা পর্যন্ত সেচ পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে। শিল্পকারখানার হলিডে স্ট্যাগরিং ও প্রয়োজনে দিনের বেলায়ও শহরাঞ্চলে এলাকাভিত্তিক লোডশেডিং করা হবে। এ ছাড়া শপিংমল ও দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
শওকত মোমেন শাহজাহানের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে ২০০৬-২০০৭ থেকে গত বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৪৮২ কোটি ৮৯ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ পর্যন্ত ভাড়ায় ৩৪টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। এদের উত্পাদন ক্ষমতা দুই হাজার ১৪৭ দশমিক ৯১১ মেগাওয়াট। এর মধ্যে ৩২টি কোম্পানি বিদ্যুৎ উৎপাদনে গেছে।

http://www.prothom-alo.com/detail/date/2013-03-03/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics