বৃহস্পতি, শুক্র ও বুধের ঘনিষ্ঠ সৌন্দর্য
গতকাল ২৮ মে সন্ধ্যায় সবচেয়ে কাছাকাছি অবস্থানে ছিল তিন গ্রহ বৃহস্পতি, শুক্র ও বুধ। সূর্যাস্তের পর আকাশ কিছুটা অন্ধকার হয়ে এলে তিন গ্রহের ঘনিষ্ঠ হওয়ার এ সৌন্দর্য দেখা যায়। এর আগে জোহান্স কেপলারের গ্রহের গতিবিধি নীতি ঘেঁটে জ্যোতির্বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। খবর স্পেস ডটকমের। এ দূরত্বই এ যাবৎকালের তিনটি গ্রহের সবচেয়ে বেশি কাছাকাছি আসার ঘটনা। আর এ কারণে জ্যোতির্বিদ আর নক্ষত্রপ্রেমীদের জন্য এটি ছিল একটি মাহেন্দ্রক্ষণ। এ সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সন্ধ্যায় শুক্র ও বৃহস্পতি গ্রহ মাত্র এক ডিগ্রি দূরত্ব থেকে একে-অন্যকে অতিক্রম করে। এ দুটির একটু ওপর দিয়ে পার হয় বুধ। দৃশ্যত খুব কাছাকাছি লাগলেও আসলে শুক্র থেকে বৃহস্পতির দূরত্ব ছিল ৬৬ কোটি কিলোমিটার এবং বৃহস্পতি থেকে বুধের দূরত্ব ছিল ৭৪ কোটি কিলোমিটার। এ সময় সন্ধ্যার পর পশ্চিম আকাশে দুটি উজ্জ্বল তারা দেখা যায়। নিচেরটি বৃহস্পতি আর ওপরের বেশি উজ্জ্বলটি শুক্র। এ ছাড়া উভয়টির ওপরে সামান্য আবছার মতো দেখা যায় বুধকে। রাতের আকাশে গ্রহের মিলনমেলা এমনটা আর আগামী ২০২৬ সালের আগে দেখা সম্ভব নয় বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। উল্লেখ্য, সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এ গ্রহের ভর পৃথিবীর ৩১৮ গুণ। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের এবং সৌরজগতের ক্ষুদ্রতম (০.৫৫ পার্থিব ভর) গ্রহ। এর আগে এ গ্রহগুলো কাছাকাছি এসেছিল ২০০৮ সালে ১ ফেব্র“য়ারিতে।
সুত্রঃ দৈনিক মানব কণ্ঠ ২৯/০৫/২০১৩