বৃষ্টি আর জোয়ারে ক্ষতি ১০০ কোটি টাকার ফসল
মহাসেন-পরবর্তী জোয়ারের পানি আর ভারি বৃষ্টিপাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় তিন জেলায় কমপক্ষে ১০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বেসরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৪০ হাজার কৃষককে পুনর্বাসনের জন্য সুপারিশ করেছেন। তিন জেলায় তরমুজ, তিল, মুগডাল, মরিচ, শাক-সবজি, আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে। সবচেয়ে বেশি খুলনায় ৬৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, খুলনায় এক হাজার হেক্টর তরমুজ ক্ষেতের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত তরমুজের দাম ৩৪ কোটি ৪১ লাখ টাকা। এ ছাড়া ২৮ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকার ৫৪৫ হেক্টর জমির তিল, দুই কোটি টাকার ৫০ হেক্টর জমির শাক-সবজির ক্ষতি হয়েছে। এই হিসেবে খুলনায় ফসলের ক্ষতি হয়েছে ৬৪ কোটি ৫৯ লাখ টাকা। এ ছাড়া খুলনা জেলায় ৮৬৫ হেক্টর জমির তরমুজ, ১১ হাজার ১০০ হেক্টর জমির তিল ও এক হাজার ৬৪০ হেক্টর জমির সবজির আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৮০/৯০ কোটি টাকা হতে পারে। বাগেরহাট জেলায় ৪২৫ হেক্টর বোরো ধান, ২৮৩ হেক্টর আউশ বীজতলা, ৪৬৭ হেক্টর আউশ ধান, ৪৭ হেক্টর মরিচ, ৮৮৩ হেক্টর সবজি, ৪৬৭ হেক্টর তিল ফসলের ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এই ফসলের দাম দুই কোটি টাকা।
এ ছাড়া সাতক্ষীরা জেলায় আউশ বীজতলা ১৬৫ হেক্টর, আউশ আবাদ ৫৫৮ হেক্টর ও সবজির ক্ষতি হয়েছে ৯৩ হেক্টর জমির। ক্ষতিগ্রস্ত ফসলের দাম পঁাচ কোটি টাকা। এর বাইরে জোয়ারের পানিতে সাতক্ষীরার প্রায় এক হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এখন আক্রান্ত ফসলের ক্ষয়ক্ষতির হিসাব-নিকাশ করা হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কৃষি সম্প্রসারণ বিভাগের যশোর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আবদুল মান্নান উপকূলীয় তিন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে যে হিসাব পেয়েছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪০ হাজার কৃষক। তরমুজ, তিল, শাক-সবজিসহ অন্যান্য ফসলের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ঊর্ধ্বতন কতর্ৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। সরকার এ বিষয়ে সদ্ধিান্ত নেবে।’
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ (২১/০৬/২০১৩)