বৃক্ষ পরিচর্যা ও রোপন কর্মসূচী- জাবিতে পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লব
“বৃক্ষ যার যার, পরিচর্যা সবার” এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ”প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ” এনসিআই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যৌথ উদ্যোগে পালিত হলো বৃক্ষ পরিচর্যা ও বৃক্ষ রোপণ কর্মসূচী ।
শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে অবস্থিত প্রায় শতাধিক জরাগ্রস্থ গাছে জৈব সার প্রয়োগ এবং নতুন গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুন অর রশিদ প্রমুখ।
এ সময় মো. মনোয়ার হোসেন বলেন, ‘বৃক্ষ পরিচর্যার মত এ ধরনের উদ্যোগ পূর্বেই নেয়া জরুরি ছিল। দেরিতে হলেও আমরা শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে ৩০০ গাছের পরিচর্যা করবো। গাছ লাগানোর পাশাপাশি আমরা এ ধরনের বৃক্ষ পরিচর্যার উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং এ প্রক্রিয়ায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ইতোমধ্যে সংগঠনটির উদ্যোগে ৩০০ কৃষ্ণচূড়া চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে এদিন ২০ টি চারা রোপিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, “মাঠের চারপাশে কৃষ্ণচূড়া গাছ দিয়ে পরিপূর্ণ করা হবে। এছাড়া নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব চারা গাছের সুষ্ঠু বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে”।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনটির সভাপতি নওরীন রীমা, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশিবসহ সংগঠন ও হলের শিক্ষার্থীরা।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক