বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফেরা : পর্ব- ২

বালি স্টারলিং :

এই পাখির মূল সমস্যা এর সৌন্দর্য। চোখ ধাঁধানো সাদা পালক, চোখের চারপাশে নীল চামড়া এবং লেজ ও ডানার আগায় কালো দাগ-সব মিলিয়ে বালি স্টার্লিংয়ের সৌন্দর্য নজরকাড়া। তাই এগুলো খাঁচায় পোষা জনপ্রিয় হতে থাকে। পোচারদের মূল টার্গেটে পরিণত হয় বালি স্টারলিং।Aviary Hong Kong Park

বালি স্টারলিং কেবল ইন্দোনেশিয়ার বালিতে মেলে। ১৯৯০ সালে এগুলোর সংখ্যা ১৫তে নেমে আসে। সংরক্ষণকারীদের প্রচেষ্টায় এগুলোর সংখ্যা ৫০ পর্যন্ত ওঠে। কিন্তু পোচারদের হামলায় ২০০১ সালে এ পাখির সংখ্যা ছয়ে নেমে আসে। তাই বন্দী অবস্থায় তাই এগুলোর প্রজনন করে বনে ছাড়া হতে থাকে। ২০০৮ সালে মুক্ত অবস্থায় বালি স্টারলিংয়ের সংখ্যা দাঁড়ায় ১৪৫-এ। কিন্তু গত বছর জরিপ চালিয়ে দেখা যায়, এগুলোর সংখ্যা আবার কমছে।

তথ্য ও ছবি : ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics