বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফেরা : পর্ব- ১
ব্ল্যাক ফুটেড ফেরেট বা মুসটেলা নাইগ্রিপেস উত্তর আমেরিকার ছোট একটি স্তন্যপায়ী প্রাণী। এগুলো সাধারণত প্রেইরি ডগ নামের ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে বাঁচে। কিন্তু প্রেইরি ডগ শস্যের অনেক ক্ষতি করে বলে কয়েক দশক ধরেই মার্কিন সরকার এগুলো নিধন করছিল। এর ফলে বিপন্ন হয়ে পড়ে ব্ল্যাক ফুটেড ফেরেট। ১৯৭০-এর দশকে ধারণা করা হয়েছিল, এ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ১৯৮১ সালে উইয়োমিংয়ে ব্ল্যাক ফুটেড ফেরেটের ছোট একটি দলের সন্ধান পাওয়া যায়। কিন্তু এগুলোর সংখ্যাও বিভিন্ন রোগে দ্রুত কমছিল। ১৯৮৬ সালে মাত্র ১৮টি ব্ল্যাক ফুটেড ফেরেটের অস্তিত্ব ছিল। এগুলোর সব কটিকেই ধরে সংরক্ষিত অবস্থায় লালন-পালন করা হয় কয়েক বছর। এরপর বংশবিস্তারের মাধ্যমে ব্ল্যাক ফুটেড ফেরেটের সংখ্যা বাড়লে ১৯৯১ সালে এগুলোকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।
সংরক্ষিত অবস্থায় রাখা ব্ল্যাক ফুটেড ফেরেটগুলো টিকে থাকলেও ১৯৯৭ সাল নাগাদ মুক্ত ফেরেটগুলো সংখ্যা কমে পাঁচে নেমে আসে। কিন্তু বন্য প্রাণী সংরক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এগুলোর সংখ্যা আবার দুই শ ছাড়িয়ে যায়। তবে এখনো কিন্তু এ প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে আছে।
তথ্য ও ছবি : ইন্টারনেট