বিদ্যুতের উত্স ব্যাকটেরিয়া
বিদ্যুতের একটি উত্স হিসেবে ভবিষ্যতে ব্যবহূত হতে পারে ব্যাকটেরিয়া। কারণ, এ অণুজীব ব্যবহার করে জৈব তড়িেকাষ (বায়ো-ব্যাটারি) তৈরির সম্ভাবনা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা শিওয়ানেলা ওনেইডেনসিস প্রজাতির সামুদ্রিক ব্যাকটেরিয়ার মধ্যে বিদ্যুত্ উত্পাদনের সামর্থ্য পেয়েছেন। তবে এরা বিদ্যুত্ উত্পাদনের জন্য ঠিক কী কৌশল অবলম্বন করে, তা এখনো অস্পষ্ট। বিষয়টি নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। এ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে নির্দিষ্ট জলাশয়ের পানিতে প্রাকৃতিক খনিজ উপাদানের ঘনত্বের অনুপাত পরিবর্তিত হয়। বিবিসি।
সুত্রঃ প্রথম আলো, ২৭,০৩,২০১৩