বালু তোলায় নদীর তীর সংরক্ষণ বাঁধ হুমকিতে
দিনাজপুরের ফুলবাড়ী শাখা যমুনা সেতুর পাশের নদীর তীর সংরক্ষণ বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা শহরের শাখা যমুনা সেতুর কাছের নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশ থেকে শ্রমিক দিয়ে বালু তুলছেন মো. বাবলু মিয়া, নজরুল ইসলাম, মুজবুল হকসহ কয়েকজন ব্যবসায়ী। বাঁধের পাশের প্রায় ৫০০ গজ এলাকা থেকে তাঁরা এক মাস ধরে বালু তুলছেন।
মুজবুল হক জানান, বর্ষাকালে মানুষ ভবন নির্মাণের জন্য বালু পায় না। তাদের দেওয়ার জন্য এখান থেকে বালু তুলছেন। অবৈধভাবে বালু তোলার কারণ জানতে চাইলে ওই সব ব্যবসায়ী দাবি করেন, তাঁরা বেশি বালু তোলেন না। মানুষের উপকারের জন্য এ কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা জারজিস আহম্মেদ জানান, প্রশাসনের কর্মকর্তাদের চোখের সামনে প্রতিবছর বাঁধের পাশ থেকে অবাধে বালু তোলা হয়, অথচ তাঁরা গুরুত্ব দেন না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ মোহাম্মদ কামাল বলেন, বিষয়টি তাঁর জানা নেই। কেউ অভিযোগও করেনি। সেতুর নিচ কিংবা বাঁধের পাশে সাধারণত বালুমহলের ইজারা দেওয়া হয় না। ইজারার স্থান ছাড়া অন্য কোনো স্থান থেকে বালু তোলা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রঃ প্রথম আলো, ২৯,০৩,২০১৩