বাদুড় ও ডলফিনের মধ্যে মিল যেখানে
বাদুড় ও ডলফিনের বসবাসের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। কিন্তু অতি সূক্ষ্ম শব্দতরঙ্গ শনাক্তকরণের সামর্থ্য বিবেচনায় এই দুটি প্রাণীর মিল রয়েছে বলে গবেষকেরা দাবি করছেন। তবে এই সাদৃশ্য শারীরিক নয়, বরং জিনগত। নেচার সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বাদুড় ও ডলফিনের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাদের বিবর্তনপ্রক্রিয়ায় সাদৃশ্যেরও ইঙ্গিত পেয়েছেন। এরা বিশেষ ধরনের শ্রবণশক্তি কাজে লাগিয়ে শিকার করে। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিশেষজ্ঞ জো পার্কার বলেন, তাঁরা ডলফিন ও বাদুড়ের জিনগত বৈশিষ্ট্যের তুলনা করে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মিল খুঁজে পেয়েছেন। এ ব্যাপারে আরও গবেষণা চালিয়ে ডলফিনের সামাজিক আচরণ ও অগ্রসর বুদ্ধিমত্তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। সিবিএস নিউজ।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (০৬/০৯/২০১৩)