বাকৃবি'তে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখনও সনাতন পদ্ধতিতে চাষাবাদ এর রীতি রয়েসে অনেক জায়গায়। চাষাবাদ ব্যবস্থার পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তে।বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাকৃবি কৃষি অর্থনীতি এবং গ্রামীন সমাজ অনুষদ এর যৌথ উদ্যোগ এ শনিবার সকাল ১১ টায় অনুষদ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সেমিনার।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অনুষদীয় ডিন ডঃ অধ্যাপক শঙ্কার কুমার রাহা। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ রফিকুল হক এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডঃ অধ্যাপক আবুল বরকত।
এছাড়া সেমিনার এ উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, মাস্টার্স এর ছাত্রসহ, বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের চলমান কৃষি অবস্থা নিয়ে আলোচনা করেন। তারা শুধু খাদ্য নিরাপত্তা নয় খাদ্যর সুষমও বণ্টন নিশ্চিত করার তাগিদ দেন।
বাংলাদেশের জনসংখ্যাকে বোঝা না ভেবে জনসম্পদে পরিণত করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক