বাংলাদেশের কালো ভাল্লুক

বাংলাদেশে যে দুটি প্রজাতির ভাল্লুক পাওয়া যায় তার মধ্যে একটি কালো ভাল্লুক Asian black bear । এ ভাল্লুকটিও আমাদের দেশে খুবি বিরল। খুব কমি এদের খবর মেলে । বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে এদের বাস।
মাঝারি লোমের কালো কুচকুচে মসৃণ দেহ। মজবুত শরীর। বুকে সাদা V আকৃতির চিহ্ন স্পষ্ট দেখা যায়। কান অন্য ভাল্লুকের তুলনায় বড়। নিচের ঠোঁট সাদাটে । দেহের আকার মাথা থেকে লেজ পর্যন্ত ১২০থেকে ১৯৫ সেমি ।কাঁধের উচ্চতা ৭০ থেকে ১০০ সেমি । লেজ খুব ছোট ১১ সেমি। পুরুষের ওজন ৯১ থেকে ১৫০ কেজি এবং স্ত্রী ভাল্লুকের ওজন ৬৫ থেকে ৯০ কেজি। বন্দী অবস্থায় ৩০ বছর পর্যন্ত বাঁচার তথ্য আছে ।

bearসাধারণত্ব বাংলাদেশের বনাঞ্চলে যে দুটি ভাল্লুক আছে তাদের স্বভাব প্রায় একরকম। কালো ভাল্লুক দিন রাত সমান সক্রিয় । এরা জঙ্গলাকীর্ণ পাহাড়ি বনে, সমতল বনে থাকে পছন্দ করে । কালো ভাল্লুক পাহাড়ে এবং গাছে উঠতে দক্ষ । এরা একা থাকে । কালো ভাল্লুক বিভিন্ন কীটপতঙ্গ ,ফলমূল, মধু খায় ।
কালো ভাল্লুক সাধারণত মানুষকে খাবারের উদ্দেশে আক্রমণ করে না । ভয়পেয়ে বা নিজের বা বাচ্চার নিরাপত্তার কারনে মানুষকে আক্রমণ করে থাকে । এরা লোকালয়ে আসেনা,গভিরবন থাকতে পছন্দ করে ।
বাসস্থান ধ্বংস। চামরা, লোম ,পিত্ত থলি, দাঁত, নখের জন্য শিকারের ফলে কালো ভাল্লুক/Asian black bear বাংলাদেশ থেকে বিলুপ্তির দার প্রান্তে । দ্রুত এদের সংরক্ষণে পদক্ষেপ না নিলে বাংলাদেশ থেকে চির বিদায় নিবে সুন্দর এই প্রাণীটি ।
লেখা ও ছবি – ঋজু আজম ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics