বাঁশ হাঙ্গর !!!
মাহবুব রেজওয়ান
সময়ের পরিক্রমায় এবং বিজ্ঞানের অগ্রগতিতে মানুষ আজ অনেক অজানাকে জানতে পারছে। আবিষ্কার করছে প্রাণীজগতের নানা অজানা রহস্য। তারই ধারাবাহিকতায় একদল গবেষক ইন্দোনেশিয়ায় একটি নতুন প্রজাতির হাঙ্গরের সন্ধান লাভ করেছেন। কনসারভেশন ইন্টারন্যাশনাল নামের একটি পরিবেশ বিষয়ক গবেষক দল হাঙ্গরটির সন্ধান লাভ করেছে। এই নতুন প্রজাতির হাঙ্গরটির বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধু সাঁতারে নয়, হাঁটতেও বেশ পটু। এরা এদের শরীরের দুপাশের শক্তপোক্ত ছোট ছোট পাখনা দিয়ে সাগরের তলদেশে খুব সুন্দর করে হেঁটে বেড়ায়। এদের বৈজ্ঞানিক নাম Hemiscyllium halmahera ।
বাদামি ও সাদা হাঙ্গরগুলো সাধারনত ছোট ছোট মাছ ও সামুদ্রিক প্রাণী খেয়ে থাকে।এরা আকারে তুলনামূলকভাবে অন্যান্য হাঙ্গরের থেকে খুব ছোট। লম্বায় এরা ৮০ সে.মি এর মতো হয়ে থাকে। এই ধরনের হাঙ্গর সাধারনত উষ্ণ অঞ্চলে বাস করে। এরা দেখতে অনেকটা বাঁশের মতো লম্বা বলে এদের বাঁশ হাঙ্গর (Bamboo Shark) বলা হয়ে থাকে। এদের দেহের তুলনায় এদের লেজ যথেষ্ট বড় হয়ে থাকে। এই কারণে এদের লম্বা লেজের কার্পেট হাঙ্গর(Longtail Carpet Shark) ও বলা হয়। এই প্রজাতির হাঙ্গর মানুষের কোন ক্ষতি করে না। কনসারভেশন ইন্টারন্যাশনাল গ্রুপটির ইন্দোনেশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর সারজানা পুত্রা বলেন ” এই প্রজাতির হাঙ্গরগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি যে সব হাঙ্গর মানুষের ক্ষতি করে না। বরং, সুন্দর এই প্রাণীদের রক্ষা করা আমাদের দায়িত্ব।” ইন্দোনেশিয়া ছাড়াও নিউ গিনির মালুকু দ্বীপের কাছেও এদের দেখা গেছে। এছাড়াও অস্ট্রেলিয়ার কিছু কিছু এলাকাতেও এদের দেখতে পাওয়া যায়।
সূত্রঃ ইন্টারনেট
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক
(০৮/০৯/২০১৩)