বড় বসন্ত
বড় বসন্ত বা বৃহৎ বসন্তবৌরি (Megalaima virens) ( ইংরেজি Great Barbet) কাপিটনিডি পরিবারের অন্তর্ভুক্ত মেগালাইমা গণের এক প্রজাতির এশীয় বসন্ত । এরা বাংলাদেশের স্থানীয় পাখি । এদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে দেখতা পাওয়া যায় । এরা বিরল প্রজাতির পাখি । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এই প্রজাতির অবস্থা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য নেই । বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
বড় বসন্ত তাদের প্রজাতির মধ্যে আকারে সবচেয়ে বড় । এরা লম্বায় ১২ থেকে ১৩ ইঞ্চি হয়ে থাকে । এদের ওজন ১৯২ থেকে ২৯৫ গ্রাম হতে পারে । এই প্রজাতির পাখিরা দেখতে বেশ মোটাসোটা এবং গোলগাল । এদের মাথা লম্বা এবং গলা ও লেজ ছোট আকারের হয় । পূর্ণবয়স্ক পাখি মাথা নীল রঙের হয় । এদের লম্বা হলুদ ঠোঁট আছে । দেহের পিছনের অংশ এবং বুক বাদামী বর্ণের । পেট দেখতে সবুজাভ হলুদ । দেহের বাকি অংশ সবুজ পালকে আবৃত । স্ত্রী পুরুষ উভয়ই এবং অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে একই ।
বড় বসন্তকে সাধারনত চির সবুজ বনাঞ্চলে দেখতে পাওয়া যায় যার উচ্চতা ৬০০ থেকে ২৫৬৫ মি হয়ে থাকে । এরা বাসা বানায় গাছের গর্তে ।