ফুলুরি হাঁস
ফুলুরি হাঁস বা শিখাবিশিষ্ট হাঁস (Anas falcata) (ইংরেজি Falcated Duck) এক ধরনের বিরল প্রজাতির হাঁস । এরা বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এরা বাংলাদেশের ঢাকা বরিশাল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করে । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Near Threatened বা প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Vulnerable species বা সংকটাপন্ন বলে বিবেচিত।
ফুলুরি হাঁস লম্বায় ৪৮ থেকে ৫৪ সে মি হতে থাকে । পুরুষ হাঁসটি দেখতে ধূসর বর্ণের হয় । উড়ার পাখা দেখতে কাস্তের মতো । মাথা গাঢ় সবুজ রঙের হয় । এদের গলা দেখতে সাদা । স্ত্রী হাঁসটি দেখতে গাঢ় বাদামি বর্ণের । এদের লম্বা ধূসর ঠোঁট আছে । এই ঠোঁট দিয়ে একে সহজে চেনা যায় । অপ্রাপ্তবয়স্করা আকারে ছোট হয় । এদের উড়ার লেজ ছোট আকারের হয় ।
ফুলুরি হাঁস নিম্নভূমির জলাভূমি পছন্দ করে । এরা চরে বেড়ায় এবং উদ্ভিদ জাতীয় খাদ্য খাবার হিসাবে গ্রহণ করে । এরা বাসা জমিতে বানায় যা পানির কাছাকাছি হয়ে থাকে । এরা বাসাকে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখে । স্ত্রী হাঁসটি ৬ থেকে ১০ টি ডিম পাড়ে ।