প্রাণঘাতী ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা
মার্স করোনা ভাইরাস (MERS-মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস) ক্রমেই ভীতি ছড়াচ্ছে পৃথিবীজুড়ে। গতকাল শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভাইরাসের আক্রমণে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরও একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান সুইজারল্যান্ডের জেনেভায় এ ভাইরাসকে ‘গোটা বিশ্বের জন্যে হুমকি’ বলে মন্তব্য করেছেন।
এ মরণঘাতী ভাইরাসটিকে নিয়ে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে সৌদি সরকার। বিশেষ করে হজ্বের মৌসুমে হাজিরা যেন এ ভাইরাসে আক্রান্ত না হন, সেদিকে তারা তীক্ষ্ম দৃষ্টি রাখছেন, নানা বিধি-নিষেদ আরোপ করছেন। তাছাড়া হাজিদের মাধ্যমে এ ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
মার্স করোনা বিজ্ঞানীদের কাছে একেবারে নতুন এক ভাইরাস। গত বছরের ২৪ সেপ্টেম্বর মিশরের এক ভাইরাস গবেষক ড. আলী মোহামেদ জাকি সর্বপ্রথম এ ভাইরাস সম্পর্কে বিশ্ববাসীকে সতর্ক করেন। বলা হচ্ছে, মার্স ভাইরাসটি সার্স ভাইরাসের জ্ঞাতিভাই। এই সার্স ২০০৩ সালে এশিয়ায় মারা যান ৮ হাজার ২ শ ৭৩ জন মানুষ।
মার্সের ব্যাপারে দুশ্চিন্তার বিষয়টি হল, মার্স স্বাভাবিকের চেয়েও অনেক দ্রুত গতিতে মৃত্যু ঘটায়। গবেষকেরা এখনও হিমশিম খাচ্ছেন ভাইরাসটিকে প্রতিরোধ করতে। ধারণা করা হচ্ছে, সার্সের মতো মার্সও পশু থেকে মানুষে ছড়াতে পারে। ফ্লু- এর মতো লক্ষণ দেখা দিতে পারে। ভাইরাসটি দ্রুততার সঙ্গে কিডনি অকার্যকর করতে পারে।
এক পরিসংখ্যানে বলা হয়, এ পর্যন্ত পৃথিবীতে মোট ৪৬ জনের মৃত্যুর কারণ মার্স। আর আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন ৮৯ জন। এদের মধ্যে ৬৮ জনই সৌদি আরবের নাগরিক।
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ (২৮/০৭/২০১৩)