প্রকাশিত হল বৃষ্টির পানি সংগ্রহ পদ্ধতি বিষয়ক সিডি
প্রথমবারের মতো প্রকাশিত হল বৃষ্টির পানি সংগ্রহ পদ্ধতি বিষয়ক মাল্টিমিডিয়া সিডি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ প্রকাশ করেছে ‘A complete Guide to RAIN WATER HARVESTING SYSTEM’ নামে এই সিডি। বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের আয়োজনে এবং আইডিয়া ও ওয়াটার এইডের সহযোগীতায় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বৃষ্টি দিবস ২০১৩’ উপলক্ষ্যে পরিবেশ বিষয়ক এ সংগঠনের পক্ষ থেকে বের করা হয় এই তথ্যভিত্তিক সিডি।
কী আছে এই সিডিতে, জানতে চাইলে সংগঠনের সভাপতি অনিমেষ ঘোষ জানান, ‘এখানে আমরা বৃষ্টির পানি কিভাবে ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারি সেই বিষয়টাকে আলোকপাত করেছি। আর এই জন্যে এখানে আমরা ১০ টি বই এবং ৭ টি প্রামান্যচিত্রের সন্নিবেশ ঘটিয়েছি।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় আগ্রহী যে কেউ এই সিডি সংগ্রহ করতে পারবেন। সিডির মুল্য মাত্র ৩০টাকা এবং কুরিয়ারে নিতে চাইলে ৫০টাকা। এ ব্যাপারে, আরও জানতে যোগাযোগ করতে পারেন info@greenexploresociety.org ইমেইল ঠিকানায়।
এনভাইরনমেন্টমুভডটকম ডেস্ক।