পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা
Tarantula: পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা! এদের কিছু প্রজাতি এত বড় যে ডিনার প্লেটের মত হয়ে থাকে। এদের সারা দেহ লোমে আবৃত থাকে। শুধু বড়ই নয় কিছু প্রজাতি এত বিষাক্ত হয়ে থাকে যে যার কামড়ে মানুষের মৃত্যুও হয়। যদিও এটা নিয়ে বিতর্ক আছে।
এরা এতই ভয়ঙ্কর যে পাখি, সরীসৃপ ও উভচর এমনকি স্তন্যপায়ী প্রাণীও এরা শিকার করে খেয়ে থাকে। অনেক সময় গৃহপালিত হাঁস মুরগি এরা হত্যা করে খেয়ে থাকে। বিড়ালের মতো নখ দেহের ভিতর লুকিয়ে রাখতে পারে আবার বেরও করতে পারে।
মাইক রানা