পুরুষ মাকড়সার আত্মত্যাগ
সঙ্গীর জন্য পুরুষকে কত আত্মত্যাগই না স্বীকার করতে হয়। তাই বলে কি স্বেচ্ছায় জীবনদান? হ্যাঁ, পুরুষ মাকড়সার জীবনে এমন ঘটনাই অনিবার্য। সঙ্গীর সঙ্গে মিলনের অনিবার্য পরিণতি মৃত্যু। মিলনের সময় পুরুষ মাকড়সার জননেন্দ্রীয় ভেঙে যায়। এতে সে দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। এ সময় নারী সঙ্গী তাকে গিলে গিলে খায়। সম্প্রতি একটি সমীক্ষার ফলাফলে এসব তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাজ্যের বায়োলজি লেটারস সাময়িকীতে এসব তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিঙ্কনের গবেষক স্টিভেন কে স্কয়াৎজ সমীক্ষাটি পরিচালনা করেন। গবেষক স্কয়াৎজ বলেন, বেশিসংখ্যক বা হূষ্টপুষ্ট বাচ্চা উৎপাদনের জন্যই পুরুষ মাকড়সা নিজেকে উৎসর্গ করে। মাকড়সা ছাড়াও মৌমাছি ও পিঁপড়াজাতীয় কীটের মধ্যে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (২৩/০৬/২০১৩)