নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যাকবলিত ১৫ গ্রাম
উজানে ঢল ও অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নয়টি ইউনিয়নের ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোড।
পানি উন্নয়ন বোড জানায় , গতকাল শুক্রবার রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। শনিবার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল। ফলে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী, পুর্বছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা শেৌলমারী ও কৈমারী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের ১০ শহস্রাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব মানুষের বাড়িতে হাটু পরিমাণ পানি বিরাজ করছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধিরা।
ডালিয়া পানি উন্নয়ন বোডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাঈনুদ্দিন মণ্ডল জানান, উজানে ঢল ও অতিবৃষ্টিতে গতকাল শুক্রবার রাত ১০টার পর থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। শনিবার বেলা ২টা পর্যন্ত নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ (০৬/০৭/২০১৩)