নাগেশ্বরীতে শতবর্ষী দুইটি গাছ কেটে ফেলার অভিযোগ
নাগেশ্বরীতে লক্ষাধিক টাকা মূল্যের শতবর্ষী দু’টি রেইনট্রি গাছ কেটে আত্মসাত্ করলেন ভিতরবন্ধ ইউপি চেয়ারম্যান। ভিতরবন্ধ জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদ ভবন চত্বরের সামনে গাছ দু’টি শতবর্ষ ধরে ছায়া দিচ্ছিল। গত রবিবার গাছ দু’টি কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, চেয়ারম্যান অত্যন্ত প্রভাবশালী মানুষ। তাকে বাধা দেওয়া তো দূরের কথা, জিজ্ঞেস করার সাহসও আমাদের নেই। এ ব্যাপারে চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু বলেন, এগুলি পরিষদের গাছ। অতি বয়সের এই গাছগুলি যেকোন সময় ভেঙ্গে মানুষের উপর পড়তে পারে। তাই গাছগুলি কেটে ফেলা হয়েছে।