নতুন প্রজাতির পাখি
কম্বোডিয়ার রাজধানী নমপেনে সম্পূর্ণ নতুন এক প্রজাতির পাখির (টেইলরবার্ড) সন্ধান পাওয়া গেছে। অরিয়েন্টাল বার্ড ক্লাব সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞানীরা বলছেন, নমপেনের বিস্তৃত সমতলভাগের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এই টেইলরবার্ড। নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে অর্থোটোমাস চাকটোমুক। ২০০৯ সালে নিয়মিত এভিয়ান ফ্লু (বার্ড ফ্লু) রোগের পরীক্ষা চলাকালে প্রথম এই প্রজাতির টেইলরবার্ডের সন্ধান পাওয়া যায়। এরপর নমপেনের আশপাশের এলাকায় আরও কয়েক প্রজাতির টেইলরবার্ড দেখা যায়। এদের পালক থেকে শুরু করে কণ্ঠস্বর ও প্রকারভেদ নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, অর্থোটোমাস চাকটোমুক প্রজাতিটি অন্য সব টেইলরবার্ডের চেয়ে সম্পূর্ণ আলাদা।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (২৭/০৬/২০১৩)