দ্য গ্রেট ডেজার্ট
সাহারা মরুভূমিকে ইংরেজিতে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। সাহারা মরুভূমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারার বিস্তৃতি চুরানব্বই হাজার বর্গ কিলোমিটার, ফলে উত্তর আফ্রিকার প্রায়টাজুড়েই এর বিস্তার। মিসর, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, নাইজার, মালি প্রভৃতি দেশ পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। সাহারা মরুভূমিজুড়েই রয়েছে পাহাড়, মালভূমি বালি ও অনূর্বর ভূমি। বেশ কিছু মরূদ্যানও আছে সাহারাতে। এসব মরূদ্যানেই সাহারার বেশিরভাগ লোক বাস করলেও কিছু কিছু যাযাবর উপজাতি বাস করে আরো দুর্গম অঞ্চলে। এদের সবাইকে নিয়ে সাহারা মরুভূমিজুড়ে এর লোকসংখ্যা বিশ লাখের বেশি হবে না। এদের মূল জীবিকা ছাগল, ভেড়া ও উট পালন আর খেজুর, গম, বার্লি ইত্যাদি চাষ করা। সাহারার পানির উৎস হচ্ছে মরূদ্যান, কূপ ও কিছু প্রসবন। কিন্তু যাযাবররা যেহেতু নির্দিষ্ট এক জায়গায় থাকে না তাই তাদের আরো একটি কাজ হচ্ছে বিভিন্ন পানির উৎস খুঁজে বের করা। মরুভূমি বলেই যে সাহারাতে মূল্যবান কিছু নেই, তা কিন্তু নয়। নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থ রয়েছে সাহারাতে। সাহারার আবহাওয়া মাত্রাতিরিক্ত গরম ও শুকনো। অবশ্য এই গরম শুধু দিনের বেলাতে, রাতে কিন্তু বেশ ঠাণ্ডা পড়ে। এমনকি কখনো কখনো পাহারের চূড়ায় বরফও জমতে দেখা যায়।
সূত্রঃ ইন্টারনেট