টিকটিকির প্রত্যাবর্তন
গেকোয়েলা জেপোরেনসিস প্রজাতির ছোট টিকটিকিকে প্রায় ১৩৫ বছর আগে বিলুপ্ত বলে ধরে নেওয়া হয়েছিল। সরীসৃপজাতীয় এ প্রাণীটি লম্বায় প্রায় ১০ সেন্টিমিটার। ভারতের পূর্ব ঘাট অঞ্চলে প্রাণীটির উপস্থিতি সম্প্রতি আবার শনাক্ত করা হয়েছে। পূর্ব ঘাট অঞ্চলটি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওডিশা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের কিছু অংশজুড়ে বিস্তৃত। নতুন করে প্রাণীটির সন্ধান লাভের খবর হ্যামাড্রায়াড সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির (বিএনএইচএস) বিজ্ঞানী ভারাদ গিরি বলেন, প্রাণীর অঙ্গসংস্থান গবেষণায় এই বিরল টিকটিকির গুরুত্ব অনেক। ব্রিটিশ কর্মকর্তা কর্নেল আর এইচ বেডোম ওডিশা থেকে ১৮৭৭ সালে এই প্রজাতির একটিমাত্র নমুনা সংগ্রহ করতে সমর্থ হয়েছিলেন। দ্য হিন্দু।
সুত্রঃ প্রথম আলো, ২৭,০৩,২০১৩